Saturday, 23 June 2018

অভিষিক্ত

মাইল মাইল অভিমান
জমছে মনের ভাড়ার ঘরে,
কাহন কাহন মনকেমনের
দূর দীঘির দোরগোড়াতে।

যখন তোমার চোখের বাক্সে
খিল লেগেছে ঘুমে,
তখন পিসছে পাঁজর আমার
অপেক্ষার শীলে।

"Hey you, love?"
কখন বলে উঠবে গলার স্বর?
হবে সকাল, ভর সন্ধায়,
শান্ত হবে ঝড়।

No comments:

Post a Comment